ঝঁকিপূর্ণ ঈদযাত্রা: ফেরিঘাটে থামেনি মানুষের ঢল
করোনা সংক্রমণের রাশ টানতে সরকার দিনে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও ঘরমুখী মানুষদের পুরোপুরি আটকানো যায়নি। স্বাথ্যবিধি ভেঙে হাজারো মানুষের ঢল নেমেছে ফেরিঘাটগুলোতে।
কী হচ্ছে ফেরিঘাটে? কোভিড-১৯ সংক্রমণের এই সময় সাধারণ মানুষ কেন ও কীভাবে বাড়ি ফিরতে চাইছে?
এই বিষয়গুলো নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছে রিপোর্ট। আর এই রিপোর্টের সঙ্গে আমাদের বাড়তি সংযোগ স্টার নিউজ প্লাস।
Comments