শিরোপা ধরে রাখার পথ কঠিন করে ফেলল রিয়াল

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল।
real madrid sevilla
ছবি: টুইটার

দুবার পিছিয়ে পড়েও সেভিয়ার বিপক্ষে হার এড়িয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে শূন্য হাতে মাঠ ছাড়া থেকে রক্ষা মিলল জিনেদিন জিদানের শিষ্যদের। কিন্তু পয়েন্ট হারানোয় স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার পথ কঠিন করে ফেলল তারা।

রবিবার রাতে ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল।

জিতলেই লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা নিশ্চিত ছিল রিয়ালের। কিন্তু প্রথমার্ধে ফার্নান্দোর গোলে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধে মার্কো আসেনসিও স্বাগতিকদের সমতায় ফেরালেও ইভান রাকিতিচের স্পট কিকে ফের এগিয়ে যায় সেভিয়া। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফের সমতা টানে রিয়াল।

৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে আসরের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট সমান ৭৫। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় রিয়াল আছে দুই নম্বরে। শিরোপার লড়াইয়ে কাগজে-কলমে টিকে আছে চারে থাকা সেভিয়াও। তাদের অর্জন ৭১ পয়েন্ট।

সেভিয়ার বিপক্ষে ম্যাচটিসহ শেষের চার ম্যাচে জয় পেলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত রিয়ালের। তাদেরকে অন্য কোনো সমীকরণ মাথায় রাখতে হতো না। কিন্তু এখন তাদেরকে তাকিয়ে থাকতে হবে শিরোপার লড়াইয়ে থাকা বাকি তিন দলের ম্যাচের দিকেও।

উজ্জীবিত ফুটবল উপহার দেওয়া সেভিয়া এগিয়ে যায় ম্যাচের ২২তম মিনিটে। রাকিতিচের হেডে বল পেয়ে ডি-বক্সে জটলার মধ্যে জাল খুঁজে নেন ফার্নান্দো। তার আগে রিয়ালের করিম বেনজেমা লক্ষ্যভেদ করলেও তা বাতিল হয় অফসাইডের কারণে।

পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বেশ কয়েকটি অসফল প্রচেষ্টার পর তারা কাঙ্ক্ষিত গোল পায় ৬৭তম মিনিটে। টনি ক্রুসের পাসে কাছের পোস্ট দিয়ে সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনোকে পরাস্ত করেন বদলি নামা আসেনসিও।

৭৫তম মিনিটে চরম নাটকীয়তার দেখা মেলে। রেফারি প্রথমে রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআরের সাহায্য নিলে বদলে যায় সিদ্ধান্ত। উল্টো পেনাল্টি পায় সেভিয়া! কারণ, রিয়ালের আক্রমণের শুরুতে ডি-বক্সে এদার মিলিতাওয়ের হাতে বল লেগেছিল। সফল স্পট কিকে সফরকারীদের উল্লাসে মাতান রাকিতিচ।

হারের দ্বারপ্রান্তে থাকা রিয়াল শিবিরে স্বস্তি ফেরে একদম শেষ সময়ে। ক্রুসের দূরপাল্লার শট সেভিয়ার দিয়েগো কার্লোসের পায়ে লেগে দিক পাল্টে গোললাইন অতিক্রম করে।

লা লিগায় রিয়াল পরের তিনটি ম্যাচে মোকাবিলা করবে যথাক্রমে গ্রানাদা, অ্যাথলেটিক বিলবাও ও ভিয়ারিয়ালকে। প্রথম দুটি ম্যাচ হবে প্রতিপক্ষের মাঠে, শেষটি খেলবে নিজেদের মাঠে।

Comments

The Daily Star  | English

World Bank commits over $2b to support reform in Bangladesh

The country director informed that the WB can mobilise about $2 billion this fiscal year to support critical reforms, flood response, better air quality, and health

43m ago