বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দরে আগামীকাল থেকে ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট-এনওসি) নিয়ে পাসপোর্টধারীরা যাতায়াত করতে পারবেন।
আজ মঙ্গলবার সকালে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুন আমীন বাবুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ‘আগামী ১৮ মে থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।’
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘ইমিগ্রেশন বন্ধের কোনো নির্দেশনা নেই। অনাপত্তিপত্র নিয়ে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিদিন সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত যাত্রীরা পারাপার করতে পারবেন। যারা দেশে ফিরে আসবেন তাদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।’
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, ‘আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে কাস্টমস কার্যালয় খোলা থাকে।’
Comments