দৌলতদিয়ায় পন্টুন থেকে পড়ে মাইক্রোবাস নদীতে

Rajbari.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে একটি মাইক্রোবাস নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ৫ নং ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঝড়ো বাতাসে ঘাটের পন্টুনের বেঁধে রাখা দড়ি ছিড়ে গেলে সেখানে থাকা মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এটি ডুবে যায়।

চালক গাড়ি থেকে বের হতে পারেনি বলে জানান তারা। ভেতরে যাত্রী ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

Comments