বায়তুল মোকাররমে হবে ঈদের ৫ জামাত
এবারের ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পাঁচ জামাতের সময়সূচি জানিয়েছে।
ঈদের দিন প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত।
এরপর তৃতীয় জামাত সকাল ৯টায় ও চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
সকাল পৌনে ১১টায় পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে।
করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ আদায়ের ক্ষেত্রে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
Comments