আলোকচিত্র

ছবিতে দেশের প্রথম মেট্রো ট্রেনের ভেতর-বাহির

প্রথমবারের মতো ডিপোর ভেতরে চালিয়ে দেখা হলো মেট্রোরেল। আজ মঙ্গলবার দুপুর ১১টা ৫৩ মিনিটে উত্তরায় বৈদ্যুতিক ট্রেনটি পাঁচ কিলোমিটার গতিতে ওয়ার্কশপ থেকে কোচ আনলোডিং জোনে নিয়ে আসার মধ্য দিয়ে ইতিহাস তৈরি হলো। সব ঠিকমতো চললে আগামী বছর যাত্রী নিয়ে মতিঝিল ও উত্তরার মধ্যে চলবে দেশের প্রথম মেট্রো রেল।
ছবি: পিআইডি

প্রথমবারের মতো ডিপোর ভেতরে চালিয়ে দেখা হলো মেট্রোরেল। আজ মঙ্গলবার দুপুর ১১টা ৫৩ মিনিটে উত্তরায় বৈদ্যুতিক ট্রেনটি পাঁচ কিলোমিটার গতিতে ওয়ার্কশপ থেকে কোচ আনলোডিং জোনে নিয়ে আসার মধ্য দিয়ে ইতিহাস তৈরি হলো। সব ঠিকমতো চললে আগামী বছর যাত্রী নিয়ে মতিঝিল ও উত্তরার মধ্যে চলবে দেশের প্রথম মেট্রো রেল।

প্রথমবারের মতো ইলেকট্রিক ট্রেন চলল বাংলাদেশে। ছবি: রাশেদ সুমন

.

দিয়াবাড়ির ডিপোতে প্রথমবারের মতো চলল মেট্রোরেল। ছবি: রাশেদ সুমন

.

মেট্রো ট্রেন পরিদর্শন শেষে বেরিয়ে আসেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ অন্যান্যরা। ছবি: পিআইডি

.

কোচের দুই পাশে যাত্রীদের জন্য থাকবে বসার জায়গা। মাঝে ফাঁকা জায়গায় যাত্রীরা দাঁড়িয়ে যাতায়াত করবেন। ছবি: পিআইডি

.

জাপানের কাওয়াসাকি-মিতসুবিসির তৈরি স্টেইনলেস স্টিলের কোচগুলোর ভেতরে লম্বালম্বি দুই পাশে রয়েছে বসার আসন। ছবি: পিআইডি

Comments

The Daily Star  | English

All educational institutions reopen after heatwave-induced closures

After several closures due to the heatwave sweeping the country, all primary and secondary schools, colleges, madrasas, and technical institutions across the country resumed classes today

1h ago