সিরাজগঞ্জে ভাটায় ইট চাপা পরে শ্রমিক নিহত

সিরাজগঞ্জে একটি ইট ভাটায় ইটের স্তূপ ধ্বসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন শ্রমিক। আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ঘরচারা গ্রামের সোনালি ইট ভাটায় এ ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জে একটি ভাটায় ইটের স্তূপ ধ্বসে একজন শ্রমিক নিহত ও আরও দুই জন শ্রমিক আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে একটি ইট ভাটায় ইটের স্তূপ ধ্বসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন শ্রমিক। আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ঘরচারা গ্রামের সোনালি ইট ভাটায় এ ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিক শহিদুল ইসলাম (৫০) সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোঁচা গ্রামের বাসিন্দা ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই ইট ভাটায় ১০-১২ জন শ্রমিক চুল্লি থেকে ইট বের করার কাজ করছিল। হঠাৎ ভাটার দেওয়াল ভেঙে পরলে শহিদুল ঘটনাস্থলে ইট চাপা পরে মারা যায়। আহত হয় আরও কয়েকজন শ্রমিক।'

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের উদ্ধার করে বলে জানান ওসি।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর থেকে ইট ভাটার কার্যক্রম বন্ধ আছে।

সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃষ্টির কারণে ইটের স্তূপের কিছু অংশ নরম হয়ে আকস্মিকভাবে ভেঙে পরে। ফলে এ দুর্ঘটনা ঘটে।'

তিনি জানান, ঘটনাস্থল থেকে শহিদুলের মরদেহ উদ্ধার করা হয় এবং স্তূপের নিচে চাপা পড়া গুরুতর আহত ভাটার শ্রমিক আব্দুস সালাম ও আবুল হোসেনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

4h ago