ইসরায়েলি বোমার আঘাতে গাজায় ভবনধস, তেল আবিবে হামাসের রকেট হামলা

ছিটমহল থেকে রকেট ছোড়ার পর গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকা টার্গেট করে বিমান থেকে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ISRAEL.jpg
গাজা উপত্যকা থেকে ছোড়া রকেট ধ্বংসে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম সক্রিয় হতে দেখা গেছে। ছবি: রয়টার্স

ছিটমহল থেকে রকেট ছোড়ার পর গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকা টার্গেট করে বিমান থেকে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এতে গাজার একটি ১২তলা ভবন ধসে পড়েছে এবং বেশ কয়েকটি এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, সোমবার গভীর রাতে উপকূলীয় অঞ্চল থেকে ইসরায়েলের দিকে হামাসের রকেট হামলা চালানোর পর থেকে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১০ শিশুসহ ২৮ ফিলিস্তিনি মারা গেছেন।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার প্রতিবাদে ইসরায়েলে এই রকেট হামলা চালানোর দাবি করেছে হামাস। তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবের দিকে ১৩০টি রকেট ছুড়েছে বলেও জানিয়েছে।

এদিকে, হামাসের এই রকেট হামলার পর ইসরাইলি কর্তৃপক্ষ তেল আবিবের কাছে দেশের প্রধান বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে বলে জানিয়েছে আলজাজিরা।

PALESTINIANS.jpg
ইসরায়েলি বিমান হামলায় গাজার একটি ১২তলা ভবন ধসে পড়েছে। ছবি: রয়টার্স

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে আলজাজিরা আরও জানায়, তেল আবিবে রকেট হামলার বিষয়ে সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়েছিল এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চলতি সপ্তাহের শুরুতে আল-আকসায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত।

এই সংঘর্ষের পর ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানায়, জেরুজালেম ও পশ্চিম তীরে সংঘর্ষে কমপক্ষে ৭০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

1h ago