ঢাকা-পাটুরিয়া মহাসড়কে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে মানিকগঞ্জ অংশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানবাহন ধীর গতিতে চলছে।
ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন। ছবিটি তোলা হয়েছে আজ সকাল ৯টায়। মে ১২ ২০২১। ছবি: জাহাঙ্গীর আলম বিশ্বাস/স্টার

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে মানিকগঞ্জ অংশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানবাহন ধীর গতিতে চলছে।

আজ বুধবার সকাল ৯টায় এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, রিকশা, ভ্যান, মোটরসাইকেল, খোলা পিকআপ ভ্যান, ট্রাকসহ নানা যানবাহনে দুই-তিন গুণ বেশি ভাড়া দিচ্ছেন ঈদে ঘরমুখো মানুষ।

যেখানে মানিকগঞ্জ থেকে পাটুরিয়া পৌঁছতে সর্বোচ্চ ৪০ মিনিট সময় লাগার কথা এখন সেখানে  ছয়/সাত ঘণ্টা লাগতে পারে  বলে ধারণা করা হচ্ছে।

ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ের কারণে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ১৬টি ফেরিই সচল রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago