ঢাকা-পাটুরিয়া মহাসড়কে ২০ কিলোমিটার জট
বেলা বাড়ার সঙ্গে যানবাহন ও ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে। পাটুরিয়া থেকে মানিকগঞ্জের দিকে অন্তত ২০ কিলোমিটার যান চলাচল থেমে রয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এ দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, পাটুরিয়া ঘাট থেকে ১৫ কিলোমিটার দূরে শিবালয় উপজেলার বড়ঙ্গাইল পর্যন্ত অন্তত এক ঘণ্টা ধরে যান চলাচল থেমে আছে।
স্থানীয়রা জানিয়েছেন, পাটুরিয়া থেকে ঘিওর উপজেলার জোকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যান চলাচল থেমে আছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মহাসড়কে প্রচুর সংখ্যক গাড়ি আসছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’
ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ের কারণে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ১৬টি ফেরিই সচল রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘যাত্রীদের পারাপারে যাতে সমস্যা না হয় তাই আমাদের সবগুলো ফেরি চলাচল করছে।’
ঈদে ঘরমুখো মানুষকে রিকশা, ভ্যান, মোটরসাইকেল, খোলা পিকআপ ভ্যান, ট্রাকসহ নানা যানবাহনে দুই-তিন গুণ বেশি ভাড়া দিতে দেখা গেছে।
আরও পড়ুন:
Comments