অনুমতি ছাড়াই পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ পারাপার
অনুমতি ছাড়াই মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়ার মধ্যে লঞ্চ চলাচল করতে দেখা গেছে।
আজ বুধবার দুপুর ১টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
দুপুর পৌনে ২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাটুরিয়া থেকে চারটি লঞ্চ দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যেতে দেখা যায় এবং দৌলতদিয়া থেকে দুইটি লঞ্চ পাটুরিয়ায় আসে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন রিমন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভিড় থাকায় স্থানীয় প্রশাসন লঞ্চ চলাচলের অনুমতি দেয়। কিন্তু, মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’
বিআইডব্লউটিএ’র চেয়ারম্যান গোলাম সাদেক ডেইলি স্টারকে বলেন, ‘লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়নি।’
আরও পড়ুন:
Comments