ফেরিতে নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি করে টাকা দিতে লিগ্যাল নোটিশ

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরিতে নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকার লিগ্যাল নোটিশ দিয়েছে একটি মানবাধিকার সংস্থা।
আজ বৃহস্পতিবার ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন নামে সংস্থটি তাদের আইনজীবী মোহাম্মদ হুমায়ূন কবির পল্লব ও মোহাম্মদ কাউছারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠায়।
এতে আগামী তিন দিনের মধ্যে প্রতিটি পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ পরিশোধ করতে বলা হয়েছে। একইসঙ্গে তদন্ত করে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিচারের আওয়তায় আনতে বলা হয়েছে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ও অধিদপ্তরে ই-মেইল এবং কুরিয়ারের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, তাদের অধীনে ফেরি পরিচালিত হলেও তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। দায়িত্বে অবহেলার কারণে অক্সিজেন স্বল্পতায় পাঁচ জনের প্রাণ গেছে।
নোটিশে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান তাদের দায়িত্ব পালন না করে এবং অবহেলা করে সংবিধানসিদ্ধ জনগণের বাঁচার অধিকার ক্ষুণ্ন করেছে। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments