বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল ও টোল আদায়ের রেকর্ড
বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল এবং টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে পারাপার হয়েছে ৫২ হাজার ৭৩০টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে রেকর্ড দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এর আগে গত বছর ঈদ-উল-আজহার সময় রেকর্ড ৪৯ হাজার যানবাহন সেতু পারাপার হয়েছিল। সেসময় টোল আদায় হয়েছিল সর্বোচ্চ ২ কোটি ৯০ লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘এবছর দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ থাকলেও বিপুল সংখ্যক মোটরসাইকেল, কার, মাইক্রোবাস, ট্রাক, পিক আপ সেতু পারাপার হয়েছে।’
উল্লেখ্য, উত্তরবঙ্গের গেট ওয়ে হিসেবে পরিচিত ঢাকা-টাংগাইল মহাসড়ক দিয়ে উত্তরের ১৬টি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫টি জেলাসহ মোট ২১টি জেলার যানবাহন সেতুর উপর দিয়ে চলাচল করে।
Comments