লালমনিরহাটে ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

লালমনিরহাটের সদর উপজেলায় এক নারীর এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে ঈদের নামাজের পরে তারা উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা বিউটি বেগমের ধান কাটতে শুরু করেন।
বিউটি বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গ্রামে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে শ্রমিক মিললেও তারা অতিরিক্ত মজুরি দাবি করেন। আমার এক বিঘা জমির ধান পুরোপুরি পেকে গিয়েছিল। গত পাঁচ দিন ধরে শ্রমিক জোগাড় করতে পারছিলাম না। সময় মতো পাকা ধান কাটতে না পারলে অনেক ক্ষতি হয়ে যেত।’
তিনি আরও বলেন, ‘আমার অবস্থা শুনে প্রথমে স্থানীয় এক ছাত্রলীগকর্মী সহযোগিতার প্রস্তাব দেন। রাজি হওয়ায় আজ ঈদের দিন ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী এসে দুই ঘণ্টার মধ্যে এক বিঘা জমির ধান কেটে দেন। খেতের পাকা ধান কাটার দুশ্চিন্তামুক্ত হয়ে স্বস্তি লাগছে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর ডেইলি স্টারকে বলেন, ‘কোনো কৃষক যদি শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন, ছাত্রলীগকে জানালে আমরা ধান কেটে দেওয়ার জন্য প্রস্তুত আছি।’
তিনি বলেন, ‘বিউটি বেগমের মুখে হাসি ফুটেছে। ঈদের দিনে ভালো কাজ করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। এ আনন্দ আমাদের ঈদের খুশি আরও বাড়িয়ে দিয়েছে।’
Comments