মিশুক-অটোরিকশায় ঘুরে শিশু-কিশোরদের ঈদ উদযাপন

মুন্সিগঞ্জ শহরে শিশু-কিশোরদের দেখা গেছে মিশুক-অটোরিকশা ভাড়া নিয়ে ঘুরে বেড়িয়ে ঈদ উদযাপন করতে। বিনোদন কেন্দ্রের অভাবে জেলার শিশু-কিশোরদের একটি বড় অংশ এভাবেই ঈদ উপভোগ করে।
ভেতরে জায়গা না হওয়ায় বিপদজনকভাবে ব্যাটারিচালিত অটোরিকশার ছাদে উঠেও ঘুরতে দেখা যায় শিশুদের। ছবি: স্টার

মুন্সিগঞ্জ শহরে শিশু-কিশোরদের দেখা গেছে মিশুক-অটোরিকশা ভাড়া নিয়ে ঘুরে বেড়িয়ে ঈদ উদযাপন করতে। বিনোদন কেন্দ্রের অভাবে জেলার শিশু-কিশোরদের একটি বড় অংশ এভাবেই ঈদ উপভোগ করে।

আজ শুক্রবার সকাল থেকে রঙ-বেরঙের পোশাকে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। তবে এসময় তাদের মাঝে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত।

হাটলক্ষীগঞ্জ এলাকার কিশোর সিফাত হোসেন বলেন, ‘আমরা ১০ জন মিলে এক ঘণ্টার জন্য ৪০০ টাকা দিয়ে একটি মিশুক ভাড়া করেছি। সিট আছে আট জনের। তাই বাকি দুজন অন্যদের কোলে বসেছে।’

তিনি আরও বলেন, ‘ভাড়া বাঁচিয়ে একসঙ্গে ঘুরতে এভাবে যাচ্ছি। আশেপাশে কোথাও বিনোদন কেন্দ্র নেই। তাই প্রত্যেক বছর এভাবেই ঘুড়ি।’

নয়াগাও এলাকার শিশু ফয়সাল হোসেন বলে, ‘বাবার মিশুক নিয়ে বন্ধুদের সঙ্গে সকাল থেকে ঘুরছি। ভাড়ার টাকা বেঁচে গেছে, ওই টাকায় সবাই রেস্টুরেন্টে খাবো।’

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আল ইমরান বলে, ‘করোনার মধ্যে এই দিনেই শুধু কোনো বাধা ছাড়াই ঘুরে বেড়ানো যায়। বাসা থেকেও কিছু বলে না। অটোরিকশা ভাড়া নিয়েছি, সবাই ভাগাভাগি করে ভাড়া দেব।’

অটোরিকশা চালক কাওসার হোসেন বলেন, ‘ঈদের দিন অটোরিকশায় ঘুরে বেড়াতে বেশি আগ্রহ থাকে শিশু-কিশোরদের। অনেক সময় অতিরিক্ত তিন-চার জন থাকলে তারা গাড়ির উপরে বা ভেতরে দাঁড়িয়ে থাকে। সবাই মিলে গান গেয়ে, ছবি তুলে আনন্দ করে। আমাদেরও বাড়তি আয় হয়।’

Comments