ঈদে মানিকগঞ্জের বেউথা সেতুতে মিলন মেলা
ঈদ উপলক্ষে মানিকগঞ্জের বেউথা সেতু এলাকায় জমে উঠেছিল মানুষের মিলন মেলা।
বেউথা ঘাট এলাকায় কালীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুর ওপর এবং এর আশেপাশের এলাকায় জড়ো হয়েছিলেন নানা বয়সী হাজারো মানুষ।
ঈদ, পূজা, পহেলা বৈশাখসহ নানা দিবসে প্রতি বছরই এখানে বসে এমন মিলন মেলা। এতে করে বেশ ভালো ব্যবসা হয় এই এলাকার দোকানদারদের।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার বিকেল থেকেই মোটরসাইকেল, রিক্সা, সিএনজি, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে স্বজনদের নিয়ে বেউথা ঘাট এলাকায় আসতে থাকেন ভ্রমণ পিপাষুরা।
বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর ওপরে ও আশেপাশের এলাকায় যেন পা ফেলার জায়গা নেই।
সেতুর দুপাড়েই ফুচকা, চটপটি, খেলনার দোকানসহ নানা ধরণের শতাধিক দোকানে প্রচুর বেচাকেনা হয়েছে।
করোনার ঝুঁকি নিয়েও কেন ঘর থেকে বের হয়েছেন জানতে চাইলে বেড়াতে আসা কানিজ ফাতেমা শাপলা বলেন, ‘করোনার বিধিনিষেধের কারণে ঘর থেকে একদিন বের হওয়া হয়নি। আজ ঈদের দিন সুযোগ পেয়ে একটু বেড়াতে এলাম।’
জাহিদুল হক চন্দন নামের একজন বলেন, ‘স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছি। এখানে অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো, কথা হলো। খুব ভালো লাগলো।’
রিকশাচালক সুরুজ আলী বলেন, ‘করোনার কারণে অনেক দিন রিক্সা চালাতে পারিনি। খুব কষ্টে দিন কাটছে। আজ মানুষ বেশি হওয়ায় রিক্সা নিয়ে বের হয়েছি। রোজগার ভালই হইছে।’
Comments