ঈদে প্রথম ঢাকাই সিনেমা অনলাইনে মুক্তি
করোনা মহামারির কারণে অনেক প্রযোজক, পরিচালক ঈদে সিনেমা মুক্তি দেওয়া থেকে পিছিয়ে গেছেন। এমন সময়ে সিনেমাপ্রেমীদের কথা ভেবে ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো কোনো ঢাকাই সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে।
আজ শুক্রবার রাত ৯টায় অনলাইন প্ল্যাটফর্ম আই-থিয়েটারে মুক্তি পাবে ‘কসাই’ নামের সিনেমাটি।
অনন্য মামুন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন নিরব, রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, কাজী নওশাবা আহমেদসহ অনেকেই।
একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কসাই’।
সিনেমাটি নিয়ে নিরব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এমন গল্পপ্রধান সিনেমায় আগে অভিনয় করা হয়নি। নিজের অভিনীত চরিত্রটি শুটিংয়ের পর দেখে মুগ্ধ হয়েছি। অনেক কষ্ট করেছি চরিত্রের মানুষটি হয়ে ওঠার জন্য।’
তিনি আরও বলেন, ‘আমার খুবই ভালো লাগছে এটা ভেবে যে প্রথম কোনো ঢাকাই সিনেমা ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।’
পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন নতুন সিনেমা দেখার জন্য সিনেমা হলের জন্য বসে থাকেন না দর্শক। ওটিটি প্ল্যাটফর্ম সিনেমার জন্য ভালো একটা মাধ্যম হয়ে উঠছে। আমি সিনেমা পরিচালকদের বলবো, সিনেমা হলের অপেক্ষা না থেকে এই মাধ্যমের জন্য সিনেমা বানান।’
তিনি আরও বলেন, ‘যারা অভিনয়ে আসতে চান তাদের বলি, এখন ভালো অভিনয়ই প্রথম শর্ত। গল্প এখন অনেক কিছু। অভিনয় ভালো করলে সবার চোখে পড়বেনই। আমার পরিচালনায় কসাই একটি গল্পপ্রধান সিনেমা। এটি আই-থিয়েটারে ২০ টাকা দিয়ে সাবস্ক্রিপশন করে দেখতে পারবেন।’
Comments