পশ্চিমবঙ্গে কাল থেকে ২ সপ্তাহের লকডাউন
করোনা সংক্রমণ রোধে ভারতের পশ্চিমবঙ্গে আগামীকাল রোববার থেকে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই দুই সপ্তাহ অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি সেবা চালু থাকবে। আজ শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
পশ্চিবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লকডাউন চলাকালে মুদি দোকান ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত খোলা থাকবে। তবে মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। পেট্রোল পাম্প ও ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
এ সময়ের মধ্যে কোনো সাংস্কৃতিক, প্রশাসনিক বা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এ ছাড়া, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না বলে জানিয়েছে রাজ্য সরকার।
Comments