মেয়েকে দেখতে যাওয়া হলো না বাবার
ঈদ উপলক্ষে মেয়েকে দেখতে তার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ওবায়দুল হক মজুমদার (৭০) নামে এক ব্যক্তি।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের চাঁনপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৩ টায় ফেনী ২৫০ শয্যার জেনালের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পাঠান নগর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওবায়দুল হক মজুমদার তার এক ছেলেকে সাথে নিয়ে সদ্য বিবাহিত মেয়েকে দেখতে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ইসলাম গ্রামে মেয়ের শ্বশুর বাড়ীতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১ টার দিকে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের চাঁনপুর সেতু এলাকায় সড়ক পারাপারের সময় ফেনীমুখী একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩ টার দিকে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ফেনী ২৫০ শয্যার জেনালের হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, তাকে ঢাকা মেডিকেল অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়েছিল। তার আগেই তিনি মারা যান।
Comments