বেনাপোল দিয়ে আসা যাত্রীদের কোয়ারেন্টিন শেষ হলেও বাড়ি ফিরতে পারছেন না
বেনাপোল দিয়ে ভারতফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ হওয়ার পরও বাড়ি ফিরতে পারছেন না তারা। কোয়ারেন্টিন শেষ হওয়ার পর করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে নমুনা পরীক্ষার ফল না আসা পর্যন্ত বাড়ি ফিরতে পারবেন না তারা।
কর্তৃপক্ষ জানায়, গত ২৬ এপ্রিল থেকে গতকাল শুক্রবার পর্যন্ত দেশে ফিরেছেন ২ হাজার ৮০২ জন। যাদের যশোরসহ পার্শ্ববর্তী পাঁচ জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে বাড়ি ফিরে গেছেন ১১৭০ জন, বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ১৬৩২ জন।
যারা দেশে ফিরেছেন এবং যাদের করোনা নেগেটিভ সনদ আছে তাদের নিজ খরচে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে আর যারা করোনা পজেটিভ তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার বিকেলে সরকারি নির্দেশনা মতে কোয়ারেন্টিনে থাকাদের ১৫তম দিনে নমুনা নেয়া হবে এবং রিপোর্ট আসার পর তাদের ছাড়া হবে। আজ শনিবার এ সংক্রান্ত নির্দেশনা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারগুলোতে টাঙ্গিয়ে দেয়া হয়েছে।
যশোর ওরিয়ন হোটেলের ম্যানেজার মেহেদি হাসান জানান, তাদের হোটেলে ১৩ জন কোয়ারেন্টিনে আছেন। তাদের মধ্যে ৫ জন নারী ও ৮ জন পুরুষ। আজ দুপুরের দিকে প্রশাসনের পক্ষ থেকে নোটিশটি সাঁটিয়ে দেয়া হয় হোটেলে। নোটিশটি কোয়ারেন্টিনে থাকা যাত্রীরা দেখার পর থেকে তারা ক্ষোভে ফেটে পড়েন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ঈদের ছুটি ঘোষণার পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন নির্দেশনা আসে। নির্দেশনা মোতাবেক কোয়ারেন্টিন শেষে সবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে কোয়ারেন্টিনের ১৫তম দিনে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হবে। ফল আসার পর নেগেটিভ হলে ছেড়ে দেওয়া হবে।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর শুক্রবার রাতে জরুরি বৈঠক করা হয়। বৈঠকের সিদ্ধান্ত মতে শনিবার নতুন নির্দেশনা কোয়ারেন্টিন সেন্টারে লাগিয়ে দেয়া হয়। ফলে যাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অনেক যাত্রী আগের সিদ্ধান্ত মোতাবেক বাড়ি ফেরার টিকিটও কিনেছেন।
ভারতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার গত ২৬ এপ্রিল থেকে ভারতের সাথে সীমান্ত পথ বন্ধ করে দেয়। তবে দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফেরার সুযোগ পায় আটকে পড়া যাত্রীরা।
আরও পড়ুন-
১৪ দিনের কোয়ারেন্টিন শেষেও বুড়িমারীতে আটকে আছেন ৪৪ স্কুল শিক্ষার্থী
Comments