সাতক্ষীরায় বাঘের থাবায় বাবার পর প্রাণ গেল ছেলের
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের থাবায় সাতক্ষীরার শ্যামনগরের রেজাইল করিম (৩৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
স্থানীয় ইয়ার আলী জানান, রেজাউলসহ নয় জন মৌয়াল মধু সংগ্রহের জন্য সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৮ মে পাস (অনুমতি) নিয়ে সুন্দরবনে যান। ঈদের দিন সন্ধ্যার আগে সঙ্গী জিয়াদ আলী ও রেজাউল প্রকৃতির ডাকে সাড়া দিতে নৌকা থেকে নেমে বনে যায়। ওই সময় বাঘ রেজাউলের ওপর হামলা করে। মুহূর্তে বাঘ তাকে ধরে নিয়ে যায় ‘বাদার খোলে’। সঙ্গীরা সঙ্গে সঙ্গে লাঠি ও বৈঠা নিয়ে বাঘের ওপর হামলা করলে বাঘ রেজাউলকে ছেড়ে দিয়ে চলে যায়। তবে, ততক্ষণে তিনি মারা যান।
নিহত রেজাউলের স্ত্রী মুর্শিদা খাতুন বলেন, ‘শ্বশুরকে বাঘে খাওয়ার আট বছরের মাথায় স্বামীকে বাঘে খেল। এমন নিয়তি আমাদের। এখন তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাকি জীবন কাটবে কী করে।’
রেজাউলের মেয়ে রিক্তা খাতুন বলেন, ‘আমাগো কপালই মন্দ। দাদাকে বাঘে খাওয়ার পর বাবা কত কষ্ট করে খাইয়ে না খাইয়ে সোজা হুয়ে দাঁড়াতি চেষ্টা করছিল। সব শেষ হুয়ে গেল। কতবার কইছি বাবা বাদায় যেও না। বাবা শুনত না। বলত বাদায় আমাগো জীবন বাঁধা। এখন আমাগে কী হবে।’
শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক জানান, বাঘের থাবায় নিহত রেজাউলের পরিবারকে পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। এ ছাড়া, সরকার নির্ধারিত সহযোগিতাও পাবে তার পরিবার।
Comments