বেড়ানো বন্ধে শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট

স্বাস্থ্যবিধি না মানায় ১৩টি মামলায় ১০ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন এলাকায় বেড়াতে যাওয়া বন্ধ করতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আজ রোববার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ১৩টি মামলায় ১০ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

‘মৌলভীবাজারে ঝুঁকি নিয়ে ঘোরাঘুরি’ শিরোনামে গতকাল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি স্টার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। মোবাইল কোর্টকে সহায়তা করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এ ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করতে ‘সুরক্ষা এলার্ট’ টিমের স্বেচ্ছাসেবকরা দিনভর শ্রীমঙ্গলের পর্যটন এলাকায় প্রচারণা চালিয়েছে।

 

আরও পড়ুন:

মৌলভীবাজারে ঝুঁকি নিয়ে ঘোরাঘুরি

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago