আখাউড়া দিয়ে ২০ দিনে দেশে ফিরেছেন ৬০০ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গত ২০ দিনে দেশে ফিরেছেন ভারতে আটকা পড়া ৬০০ যাত্রী। তাদের মধ্যে ৫৮৫ জন বাংলাদেশি পাসপোর্টধারী ও ১৫ জন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসে কর্মরত ভারতের নাগরিক।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরা যাত্রী। ছবি: মাসুক হৃদয়/স্টার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গত ২০ দিনে দেশে ফিরেছেন ভারতে আটকা পড়া ৬০০ যাত্রী। তাদের মধ্যে ৫৮৫ জন বাংলাদেশি পাসপোর্টধারী ও ১৫ জন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসে কর্মরত ভারতের নাগরিক।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহম্মেদ দ্য ডেইলি স্টারকে জানান, গত ২৬ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত এসব যাত্রী বাংলাদেশে ফেরেন। অপরদিকে এই সময়ের মধ্যে বাংলাদেশে আটকা পড়া ১৮৫ জন ভারতীয় পাসপোর্টধারী তাদের নিজ দেশে ফিরেছেন।

সূত্র জানায়, ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে এবং ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবের করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরার নির্দেশনা দেয় বাংলাদেশ সরকার। সেই মতো গত ২০ দিনে এসব যাত্রীরা বাংলাদেশে ফিরে আসেন।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুল হামিদের বরাত দিয়ে জেলা পুলিশ জানায়, গতকাল শনিবার ১২ জন যাত্রী বাংলাদেশে ফিরেছেন। তাদের মধ্যে তিন জনকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল ও নয় জনকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।

ভারত থেকে এই চেকপোস্ট দিয়ে ফিরে আসা প্রত্যেক যাত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হচ্ছে জানিয়ে বলা হয়, এ পর্যন্ত ২৭৩ জন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে।

এদিকে ভারত ফেরত একজন যাত্রীর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় তাকে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago