হামাসের রকেট হামলার বিরোধিতায় ভারত

গাজার ছোড়া রকেট প্রতিহত করতে প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েল। ১৬ মে ২০২১। ছবি: রয়টার্স

গাজায় ইসরায়েলের অবিরত বোমা হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলে হামাসের রকেট হামলার বিরোধিতা করে বিবৃতি দিয়েছে ভারত। তবে, একইসঙ্গে ফিলিস্তিনের প্রতি সমর্থনও জানিয়েছে দেশটি।

ভারতের দেওয়া বিবৃতির বরাত দিয়ে আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে গাজা থেকে হামাস ইসরায়েলের বেসামরিক মানুষকে লক্ষ্য করে ‘নির্বিচারে রকেট হামলা’ চালাচ্ছে বলে উল্লেখ করে এর বিরোধিতা করেছে ভারত। পাশাপাশি, ফিলিস্তিনের প্রতিও সমর্থন জানিয়ে ভারত বলেছে, 

ইসরায়েল ও ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র করার মাধ্যমে এই সমস্যার সমাধানে (টু স্টেট সল্যুশন) ফিলিস্তিনের প্রতিশ্রুতির প্রতিও তাদের সমর্থন রয়েছে।

গতকাল রোববার জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি বিবৃতিটি ইস্যু করেছেন। এতে আরও বলা হয়েছে, হামাসের হামলার জবাব দিতেই ইসরায়েল ‘প্রতিশোধমূলক হামলা’ চালাচ্ছে।

গাজায় অবিরত হামলা চালাচ্ছে ইসরায়েল। ছবি: এএফপি

বিবৃতিতে সাবধানতার সঙ্গে শব্দ ব্যবহার করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘আমরা সব ধরনের সহিংসতা, উসকানি, প্ররোচনা ও ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই।’

তবে, হামাসের রকেট হামলার বিরোধিতা করলেও বিবৃতিতে ভারত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনা ও দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের মাধ্যমে এই সমস্যার সমাধানের পক্ষেই নিজেদের অবস্থানের কথা জানিয়েছে। দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

আল জাজিরার সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় ৫৮ শিশু ও ৩৪ নারীসহ অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার জনের বেশি। এ হামলা খুব শিগগিরই শেষ হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আরও পড়ুন:

ইসরায়েলি বোমায় গাজায় প্রতি ঘণ্টায় আহত ৩ শিশু: সেভ দ্য চিলড্রেন

ইসরায়েলি হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন গাজা

গাজায় অষ্টম দিনে ইসরায়েলের আরও ভারী বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৯২

সপ্তম দিনে ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

গাজায় এপি ও আল জাজিরার অফিস গুঁড়িয়ে দিলো ইসরায়েল

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৩৭

গাজায় ইসরায়েলের অবিরাম বোমা হামলা, গোলাবর্ষণ

গাজায় স্থল পথে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল

ইসরায়েলকে ‘শিক্ষা দিতে’ পুতিনকে এরদোয়ানের ফোন

আবারও ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা উপত্যকা

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বোমার আঘাতে গাজায় ভবনধস, তেল আবিবে হামাসের রকেট হামলা

Comments

The Daily Star  | English

Produce 10 ex-ministers, 2 advisers to Hasina before tribunal on Nov 18: ICT

They will be shown arrested in case filed over crimes against humanity, genocide, says prosecutor

24m ago