‘মানসিক কোষ্ঠকাঠিন্যে’ ভুগছেন ভন: সালমান বাট

ছবি: এএফপি

দুজনের মধ্যে কথার লড়াই শুরু হয়েছিল বিরাট কোহলিকে নিয়ে। এখন তারা জড়িয়ে পড়েছেন ব্যক্তিগত দ্বন্দ্বে! ফিক্সিং কেলেঙ্কারি টেনে মাইকেল ভনের খোঁচার পাল্টা জবাব দিয়েছেন সালমান বাট। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেছেন, ভনের ‘মানসিক কোষ্ঠকাঠিন্য’ আছে।

সম্প্রতি নিউজিল্যান্ডের এক গণমাধ্যমে সাক্ষাৎকারে কেইন উইলিয়ামসনকে কোহলির চেয়ে সেরা দাবি করেন ভন। কিন্তু তার এমন মন্তব্য স্বাভাবিকভাবে নেননি অনেকেই। এই ব্যাপারে অভিমত জানাতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভনের সমালোচনা করেন বাট।

চটে গিয়ে ভন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাটকে উদ্দেশ্য করে টুইট করেন, ‘তিনি তার মতামত দিতে পারেন। কিন্তু ভালো হতো যদি ২০১০ সালের ম্যাচ ফিক্সিং ঘটনায় তিনি পরিষ্কার থাকতেন। আমি অন্তত ম্যাচ ফিক্সার ছিলাম না। খেলাটাকে দূষিত করিনি।’

ভনের খোঁচার পর নিজের ইউটিউব চ্যানেলেই পাল্টা তীর ছুঁড়েছেন বাট, ‘আমি বিস্তারিত আলোচনায় যেতে চাই না। আমার শুধু মনে হয়, তিনি কোনো কারণ ছাড়াই ব্যাপারটাকে (ম্যাচ ফিক্সিং) টেনে এনেছেন। এই ধরনের প্রতিক্রিয়ার কোনো মানে হয় না। তার মন্তব্য দুর্বল জায়গায় আঘাত করার মতো খুবই সস্তা ও অপমানজনক।’

তবে বাট এরপর যে মন্তব্য করেন, সেটাও অপমানজনক কিনা সে প্রশ্ন থেকে যাচ্ছে, ‘তিনি অতীতে বাস করতে চাইলে এবং এসব নিয়ে কথা বলতে চাইলে, অবশ্যই তা পারেন। কোষ্ঠকাঠিন্য একটি অসুখ। কোনোকিছু সহজে বের হয় না, আটকে থাকে। কিছু কিছু লোকের মানসিক কোষ্ঠকাঠিন্য আছে। তাদের মন সর্বদা অতীতেই পড়ে থাকে। তাদেরকে পাত্তা দেওয়ার কিছু নেই।’

উল্লেখ্য, ব্যক্তিগত আক্রমণের শুরুটাও করেছিলেন বাট নিজে। তিনি বলেছিলেন, ‘কোহলির ৭০টা আন্তর্জাতিক সেঞ্চুরি আছে। ওয়ানডেতে ভনের নেই একটিও। একজন ওপেনার হয়েও তিনি সেঞ্চুরি করতে পারেননি। তাকে নিয়ে আলোচনার কিছু নেই। তিনি কেবল বিতর্ক ছড়ানোর জন্য এসব বলছেন।’

Comments

The Daily Star  | English
Bangladesh Bank governor Ahsan H Mansur's remarks

Bangladesh in ‘intensive discussion’ with UK to recover laundered money: BB governor

Mansur said Bangladesh had requested mutual legal assistance from several countries, including the UK

1h ago