পবিপ্রবির নতুন উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) চার মাস পর নতুন উপাচার্য পেলো। পবিপ্রবি’র কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত আজ এ পদে নিয়োগের পর যোগদান করেন।
আগামী চার বছরের জন্য এ পদে তাকে নিয়োগ দেওয়া হয়।
পবিপ্রবির জনসংযোগ বিভাগের প্রধান ইমাদুল হক প্রিন্স এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত অধ্যাপক ড. হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হলেন। গত ৪ জানুয়ারি পর্যন্ত উপাচার্য পদে দায়িত্ব পালন করেন ড. হারুন।
ড. স্বদেশ চন্দ্র সামন্ত ১৯৯০ সালের আগস্ট মাসে পটুয়াখালী কৃষি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। তিনি পবিপ্রবি’র রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এবং নীল দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্রাবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল শাখার ছাত্রলীগের কার্যকরী কমিটিতে দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
Comments