কোয়ারেন্টিন সেন্টারে ধর্ষণ: প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মিলেছে, কারাগারে এএসআই
খুলনায় কোয়ারেন্টিন সেন্টারে ভারতফেরত এক নারীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই মোখলেছুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার মোখলেছুরকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আদালত এই আদেশ দেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, ওই নারী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারলে, সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে কেএমপির এক আদেশে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়।
তিনি জানান, ওই নারী বাদি হয়ে সদর থানায় মামলা করার পর এএসআই মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। মামলাটি বর্তমানে তদন্তনাধীন।
অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কোর্ট উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন-
কোয়ারেন্টিন সেন্টারে নারী ধর্ষণের অভিযোগে এএসআইয়ের বিরুদ্ধে মামলা
Comments