বেনাপোল

ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।
স্টার অনলাইন গ্রাফিক্স

ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার দুপুরে বিজিবি সদস্যরা বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তার দেহে ফিটিং অবস্থায় এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবারসহ তাকে আটক করে।

আটক সুমন মিয়া (৩০) বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের বাসিন্দা।

যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বর্ণের বার ভারতে পাচার হওয়ার গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা নাভারণ থেকে বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী সুমন মিয়ার শরীর তল্লাশি করে। এসময় তার কোমরে বিশেষ ব্যবস্থায় বাধা ১০টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। যার বাজার মূল্য ৬৭ লাখ টাকা। আটক সুমন মিয়া এ স্বর্ণ বার ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে নিয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, তার সঙ্গে থাকা একজন পালিয়ে গেছে। তার নাম কামরুল ইসলাম (৩২)।

আটক সুমনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক কামরুলকেও এই মামলায় আসামি করা হয়েছে বলে জানান তিনি।

Comments