সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তির দাবি এমজেএফের
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে শারীরিক ও মানসিক নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। বিবৃতিতে রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে নানাভাবে হেনস্থা করা হয়। এটি দেশের সংবিধান পরিপন্থী বলে এমজেএফ মনে করে।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষে একজন সাংবাদিককে বিশেষ করে একজন নারী সাংবাদিককে আটক রাখার ঘটনাটি নিন্দনীয়। রোজিনা অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার কোনো ব্যবস্থা না করে, থানা হাজতে পাঠিয়ে দেয়ার ঘটনাটি অমানবিক। এমজেএফ এর দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে।’
বিবৃতিতে বলা হয়েছে, রোজিনা ইসলাম গতকাল দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন। এরপরই এই নির্যাতনের ঘটনার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার ফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে হাসপাতালে না নিয়ে টানাটানি করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তাকে রাতভর আটকে রেখে সকালে আদালতে নেওয়া হয়। এই পুরো ঘটনাটি রোজিনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের হানি ঘটিয়েছে বলে এমজেএফ মনে করে।
Comments