সচল রাখি অর্থনীতির চাকা
এই রোজিনা দেশদ্রোহী
চায় না দেশের ভালো
এর চলাচল অন্ধকারে
কিসের প্রথম আলো!
আমরা করি টাকা চুরি
এ নিতে চায় নথি!
টের পায় না? এতে জাতির
কত্ত বড় ক্ষতি!
ভাগে-যোগে লুটে নিলে
জনগণের টাকা
সচল থাকে বাংলাদেশের
অর্থনীতির চাকা।
দাঁড়াও দাঁড়াও ধৈর্য ধর
অনেক শেখার বাকি!
সাংবাদিকের কার্ড ঝুলালেই
মাফ পাওয়া যায় নাকি?
দেখলে শুধু যত্ন করে
টিপে দিলাম গলা!
যা দেখ নাই, সেটা হলো
অন্তরালের ডলা।
বাঁচতে হলে এসো এসো
ভাগ করে খাই টাকা
সবাই মিলে সচল রাখি
অর্থনীতির চাকা।
রোমেন রায়হান, ছড়াকার
Comments