সেরা সব তারকাদের একসঙ্গে দলে পেল ওয়েস্ট ইন্ডিজ
বেশিরভাগ সময়েই সেরা তারকাদের একসঙ্গে দলে পায় না ওয়েস্ট ইন্ডিজ। এবার ফ্রেঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা না থাকায় টি-টোয়েন্টির বড় বড় সব নাম আছেন ক্যারিবিয়ান দলে। আসছে তিন সিরিজের জন্য ১৮ জনের দলে ফিরেছেন আন্দ্রে রাসেল।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে গত মার্চে খেলা সব শেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন কেবল রভম্যান পাওয়েল।
দলে ফেরা সবচেয়ে বড় নাম বিস্ফোরক অলরাউন্ডার রাসেল। ফিরেছেন ব্যাটসম্যান শেমরন হেটমায়ার, পেসার শেলডন কটরেল, ওশান টমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
নিয়মিত অধিনায়ক হিসেবে আছেন কাইরন পোলার্ড। তার ডেপুটি করা হয়েছে তরুণ তারকা নিকোলাস পুরানকে।
সুনিল নারাইনের এই দলে ঠাঁই হয়নি। আছেন টি-টোয়েন্টির রাজা ক্রিস গেইল। ৩৯ পেরুনো পেসার ফিডেল এডওয়ার্ডস ধরে রেখেছেন জায়গা। আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, লেন্ডল সিমন্সদের মতো বিস্ফোরক ওপেনাররাও আছেন।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই সম্ভাব্য সেরাদের নিয়ে দল করেছেন তারা।
২৬ জুলাই গ্রানাডায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ক্যারিবিয়ানদের ব্যস্ত সময়। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা পাঁচ ম্যাচের সিরিজ খেলবে সেন্ট লুসিয়ায়। পাকিস্তানের বিপক্ষেও এরপর আছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের। এই সিরিজের খেলাগুলো হবে গায়ানা ও বার্বাডোজে।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, ফিডেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ওবেড ম্যাককয়, এভিন লুইস, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, কেভিন সিনক্লেয়ার, ওশেন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
Comments