করোনায় আক্রান্ত ইব্রাহিম, ছিটকে গেলেন গোলরক্ষক রানা

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে নামার আগে কিছুটা ভোগান্তিতে পড়েছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষার ফলে পজিটিভ এসেছে মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিমের। এছাড়া চোটে পরে ছিটকেই গেছেন অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার জায়গায় ডাক পেয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির রাসেল মাহমুদ লিটন।
ছবি: ফেসবুক

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে নামার আগে কিছুটা ভোগান্তিতে পড়েছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষার ফলে পজিটিভ এসেছে মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিমের। এছাড়া চোটে পরে ছিটকেই গেছেন অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার জায়গায় ডাক পেয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির রাসেল মাহমুদ লিটন।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবেই সেখানেই নেই ইব্রাহিম। ছিলেন না তার রুমমেট সোহেল রানাও। একই সঙ্গে থাকায় নতুন করে পরীক্ষা করানো হবে তারও।

ইব্রাহিমের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে গণমাধ্যমকে টিম ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, 'ক্যাম্পে থাকা ৩২ জন খেলোয়াড়ের মধ্যে কেবল ইব্রাহিমের রিপোর্ট পজিটিভ এসেছে। ওকে আইসোলেশনে রাখা হয়েছে। ওর সঙ্গে থাকা সোহেল রানারও নমুনা নেওয়া হয়েছে। আশা করছি, সব কিছু ঠিক হয়ে যাবে।'

এদিকে প্রথম দিনে হালকা অনুশীলন করলেও দ্বিতীয় দিনে অনুশীলনের বাইরে ছিলেন গোলরক্ষক রানা। গত ৮ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ার্ম-আপ করতে গিয়ে ডান পায়ের কাফ মাসলে চোট পান শেখ রাসেল ক্রীড়া চক্রের এ গোলরক্ষক। কাফ মাসলের কিছু টিস্যু ছিঁড়ে গেছে তার। আর সে চোটে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই ছিটকে দিল তাকে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

29m ago