কালো টাকা সাদা করার সুযোগ আগামী বাজেটেও থাকবে: অর্থমন্ত্রী

mustafa_kamal
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

কালো টাকা সাদা করার সুযোগ আগামী বাজেটেও থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘যতদিন অপ্রদর্শিত আয় থাকবে, ততদিন পর্যন্ত এ সুযোগ থাকবে।’

এর আগে গত ২৪ মার্চ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছিলেন,  ‘বাজেটে যে জায়গাগুলো যেভাবে আছে সেভাবে থাকবে কি না, তা এই মুহূর্তে বলা যাবে না। জুনে সংসদে বাজেট দেওয়ার সময় জানবেন।’

পুঁজিবাজার, ব্যাংক আমানতে, নগদ টাকা, ফ্লাট কেনাসহ সব ক্ষেত্রে বিনা প্রশ্নে ১০ শতাংশ কর দিয়ে সর্বশেষ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থবছরের প্রথম ছয় মাসে ১০ হাজার কোটি টাকা সাদা হয়েছে। করোনার ধাক্কার মধ্যেও ঢাকায় প্রায় সব রেডি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে।

আরও পড়ুন:

আগামীতেও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কিনা জুনে বলা হবে: অর্থমন্ত্রী

কালো টাকা সাদা, বিক্রি হয়ে গেছে প্রায় সব রেডি ফ্ল্যাট

Comments

The Daily Star  | English

How Bangladesh can reduce lightning deaths

As the sky darkens and the familiar rumble of thunder echoes across the horizon, farmers and fishermen working in open fields and water bodies sense the imminent danger of lightning. In Bangladesh, lightning is one of the deadliest natural disasters, claiming hundreds of lives each year.

20h ago