বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশিত
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় দুদলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজের চূড়ান্ত সূচি বৃহস্পতিবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৩, ২৫ ও ২৮ মে অনুষ্ঠিত হবে ওয়ানডে তিনটি। দিবারাত্রির ম্যাচগুলো মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর একটায়। সবগুলো খেলাই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
গত ১৬ মে ভাড়া করা বিমানে চড়ে নতুন চেহারার দল নিয়ে বাংলাদেশে আসে শ্রীলঙ্কা। তিনদিন হোটেলে কোয়ারেন্টিনে থাকার পর মিরপুরের জাতীয় একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে তারা। মূল লড়াইয়ের আগে আগামীকাল শুক্রবার সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে গত মঙ্গলবার ছিল বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশন। স্বাস্থ্য অধিদপ্তর বিসিবির আবেদন মঞ্জুর করায় দুদিন আগেই কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়ে সেদিন অনুশীলনে হাজির হন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
এদিন সাভারের বিকেএসপিতে প্রাথমিক দলের সদস্যদের নিয়ে অনুশীলন ম্যাচ রয়েছে বাংলাদেশের। লাল দলের নেতৃত্বে আছেন তামিম ইকবাল। আর সবুজ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে পরে।
করোনাভাইরাস মহামারির সময়ে ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ওয়ানডে দল: কুসল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা দনাঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো।
বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।
Comments