প্রস্তুতি ম্যাচ রান পাননি সাকিব, সৌম্য-মাহমুদউল্লাহ-আফিফের ফিফটি
শ্রীলঙ্কা সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব আল হাসান। কিন্তু থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। রান এসেছে সৌম্য সরকার, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাঈম শেখদের ব্যাট থেকে।
বৃহস্পতিবার বিকেএসপিতে লাল দলের বিপক্ষে আগে ব্যাট করে ৪৫ ওভার নির্ধারিত ম্যাচে ৩ উইকেটে ২৮৪ রান করেছে সবুজ দল। দলের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন আফিফ। অধিনায়ক মাহমুদউল্লাহও ৫৪ বলে ৬২ করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। শুরুতে থিতু হতে সময় নেওয়া ওপেনার সৌম্য পরে ৭০ বলে ৬০ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন।
৪৩ বলে ৩৮ রান করে স্বেচ্ছায় বেরিয়ে সাকিবকে ব্যাট করার সুযোগ দিয়েছিলেন আরেক ওপেনার নাঈম শেখ। কিন্তু লম্বা সময়ের প্রস্তুতি ঘাটতি ফুটে উঠেছে সাকিবের ব্যাটে। ২০ বলে ২৮ করে শেখ মেহেদীর বলে বোল্ড হয়ে যান তিনি।
আগের দিন প্রস্তুতি ঘাটতির হতাশার কথা জানিয়েছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। লাল দলের হয়ে ৭ ওভার বল করে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন দলের মূল পেসার।
মোহাম্মদ সাইফুদ্দিনের অবস্থা ছিল আরও বেহাল। ৯ ওভার বল করে ৬৫ রান দিয়ে নিতে পারেননি একটি উইকেটও। শরিফুল ইসলাম ৭ ওভার ৪৫ রান দিয়ে পান ১ উইকেট।
দুই ওপেনার নাঈম আর সৌম্য এনেছিলেন ভালো শুরু। নাঈমই শুরুতে ছিলেন বেশি আগ্রাসী। সৌম্য সময় নিয়ে নিজেকে থিতু করেন। উদ্বোধনী জুটি ১০ ওভারের বেশি কাটিয়ে দেওয়ার পর নাঈমকে বসিয়ে সাকিবকে পাঠানো হয়। কিন্তু বড় ইনিংস খেলা হয়নি সাকিবের।
আরেক দিকে টিকে থেকে সৌম্য ফিফটি তুলে নেন ৬৫ বলে। পরে দ্রুত রান বাড়ানোর চাহিদা পাঁচ ও ছয়ে নেমে মেটান মাহমুদউল্লাহ -আফিফ। ৪৯ বলে ফিফটি করেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ৪৭ বলে ফিফটিতে পৌঁছান একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা আফিফ।
২৩ মে থেকে প্রথম ওয়ানডের আগে এই প্রস্তুতি ম্যাচই ভুল ত্রুটি দেখে নেওয়ার শেষ সুযোগ।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি সবুজ দল: ৪৫ ওভারে ২৮৪/৩ (নাঈম ৩৮* অবসর, সৌম্য অবসর ৬০*, সাকিব ২৮, মিঠুন ৩, মাহমুদউল্লাহ ৬২* অবসর, আফিফ ৬৪* অবসর, মিরাজ ১৭, বিপ্লব ৩*; মোস্তাফিজ ০/৪৮, সাইফুদ্দিন ০/৬৫, শেখ মেহেদী ২/৪০, শরিফুল ১/৪৫, মোসাদ্দেক ০/৩৮, নাসুম ০/৪৪)
Comments