সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরলেন আরও ১১ জন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে করোনা পরিস্থিতিতে ভারতে আটকে পড়া আরও ১১ জন বাংলাদেশি আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। এ নিয়ে গত দুই দিনে মোট ৩৫ জন বাংলাদেশি এই স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন। বুধবার এই বন্দর দিয়ে ২৪ জন ভারত থেকে ফিরেছেন।
সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) জাফর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার এই বন্দর দিয়ে ১১ জন বাংলাদেশি ফিরেছেন। গতকাল ভারত থেকে ফিরেছিলেন ২৪ জন।'
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, আজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ফেরা ১১ জন বাংলাদেশিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
শুক্রবার এই ১১ জনসহ বুধবার আসা ২৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ভারত থেকে তাদের ফেরার ১২তম দিনে সবার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে। কারও করোনা শনাক্ত হলে সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে। নেগেটিভ হলে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে নিজ নিজ বাড়ি ফিরে যাবেন।
সোনামসজিদ স্থলবন্দর সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে আসার জন্য বেনাপোল বন্দরের পাশাপাশি দর্শনা, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশের অনুমতি দিয়েছে সরকার। গত রোববার থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন নাগরিকদের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেয়া শুরু করলেও, গতকাল বুধবার প্রথমবারের মতো সোনামসজিদ স্থল বন্দরের দিয়ে আসেন ২৪ জন।
Comments