সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের আশা হাইকোর্টের
পরিবেশবিদদের সঙ্গে আলোচনা করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে সৃষ্ট সমস্যার শন্তিপূর্ণ সমাধান করা যাবে বলে আশা করছেন হাইকোর্ট।
হাইকোর্ট বলেন, ‘এ মুহূর্তে আমরা গাছ কাটার বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না। আশা করছি, সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে সৃষ্টি হওয়া সমস্যা এবং এ সম্পর্কিত রিটের বিষয়টি সুন্দরভাবে সমাধানের জন্য সরকার পরিবেশবিদদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
সোহরাওয়ার্দী উদ্যানের গাছ না কাটতে এবং উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আদেশ চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ এসব বলেন।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি (এনকে), বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং স্থপতি মোবাশ্বের হোসেন জনস্বার্থে এই রিট আবেদন করেছিলেন।
আজ রিট আবেদনের শুনানিতে আদালত সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়ে সরকারের নেওয়া ব্যবস্থা জানার পর এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে জানিয়ে চার সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন।
Comments