শিক্ষা উপমন্ত্রী নওফেলকে ডিআরইউতে অবাঞ্ছিত ঘোষণা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার খণ্ডিত ভিডিও প্রকাশ করে অবমাননাকর বক্তব্য দেওয়ার কারণে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন। আমরা ডিআরইউ প্রাঙ্গণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ডিআরইউর কোনো অনুষ্ঠানে তাকে অতিথি করা হবে না। তাকে অতিথি করলে ডিআরইউতে মিলনায়তন ভাড়া দেওয়া হবে না।’
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, মামলা ও গ্রেপ্তারের ঘটনায় ডিআরইউ’র প্রতিবাদ সমাবেশে আজ বিকেলে এই ঘোষণা দেন মসিউর রহমান খান।
প্রতিবাদ সমাবেশ শেষে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
Comments