যশোরে ভারতফেরত ২ শিশুর করোনা শনাক্ত
যশোরে ভারতফেরত দুই শিশুর করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ছয় মাস এবং অপর জনের বয়স ১১ বছর।
বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
যশোর জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, করোনা পজিটিভ ৬ মাস বয়সের শিশুটি যশোর বক্ষব্যাধি হাসপাতালে কোয়ারেন্টিনে ছিল। বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে গত ১৮ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলাফল পজিটিভ আসায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে, ১১ বছর বয়সী শিশুটি ব্লাড ক্যানসারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছিল। পরিবারের সদস্যদের সঙ্গে শিশুটি গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন।
জেলা প্রশাসন শিশুটি ও তার স্বজনদের বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায়। কোয়ারেন্টিনের ১৪তম দিনে শিশুটি ও তার স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল শিশুটির করোনা রেজাল্ট পজিটিভ আসে। তবে সঙ্গে থাকা স্বজনদের করোনা নেগেটিভে এসেছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ডেইলি স্টারকে বলেন, ‘এই প্রথম ভারতফেরত কোনো শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। ফলে, আমরা বয়স্ক, শিশু, কিশোর-কিশোরীসহ সব ভারতফেরত যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়ে জোর দিচ্ছি।’
Comments