ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রাইভেট কার দুর্ঘটনায় তিন জন নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের আলীনগর এলাকার এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলে থাকা ইসলামপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত দুই জন হলেন পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী।’
‘নিহতদের একজন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লাটিয়া গ্রামের রিপন খন্দকারের ছেলে রনি খন্দকার (১৬)। অপর জনের পরিচয় এখনো জানা যায়নি,’ যোগ করেন তিনি।
এএসআই হামিদ জানিয়েছেন, ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা অভিমুখী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুই জন মারা যান।
এ ঘটনায় আহত তিন জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় মাইক্রোবাস ও পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন:
Comments