ছেলের সামনে বাবাকে হত্যা: পল্লবীতে ‘বন্দুকযুদ্ধে’ এক আসামি নিহত
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়ার মামলার এক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ শুক্রবার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ভোররাতে পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মানিক (৩২) ওই হত্যা মামলার পাঁচ নম্বর আসামি। যে দুজন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল তাদেরই একজন মানিক।’
গতকাল কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে হত্যা মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন
ছেলের সামনে বাবাকে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার
Comments