করোনায় ভারতফেরত কিশোরের মৃত্যু
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতফেরত এক কিশোর মারা গেছে। গত ৯ মে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার পর আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মৃত কিশোর সাকিব উদ্দিন (১৭) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা কলেজপাড়ার বাসিন্দা ছিল।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ আকরাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ক্যান্সারে আক্রান্ত সাকিব ভারতে চিকিৎসার জন্য গিয়েছিল। ৯ মে সে ভারত থেকে দেশে ফিরেছিল।
সাকিবের পরিবার জানায়, দেশে ফেরার পর ১০ মে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং ১২ মে তার করোনা শনাক্ত হয়।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে জানান, ভারতফেরত ওই কিশোরের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা পরীক্ষা করা হবে।
জেলায় করোনা আক্রান্ত হয়ে আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধও মারা গেছেন। আজ ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃদ্ধ আবুল হোসেন ১৫ মে হাসপাতালে ভর্তি হন এবং ১৭ মে তার করোনা শনাক্ত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯১১ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন। গতকাল চুয়াডাঙ্গাতে ভারতফেরত এক নারী মারা যান।
Comments