শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার মারা গেছেন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব আর নেই। আজ শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রণধীর কুমার দেবের মৃত্যুর বিষয়টি শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
রণধীর কুমার দেবের ছেলে রাজু দেব রিটন দ্য ডেইলি স্টারকে জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। কয়েক মাস আগে চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। আবার অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়, রণধীর কুমার দেব ১৯৫৬ সালের ১৭ জুলাই শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগানে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে তিনি প্রথম শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে তিনি তৃতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এ পদে ছিলেন।
এর আগে ১৯৮৮ সাল থেকে চার বার তিনি সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
Comments