ঝড়ো ব্যাটিংয়ে প্রস্তুতি সারলেন হাসারাঙ্গা, ডিকভেলারা
ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খুব একটা বিশেষ কিছু না। তবে তাতে ছন্দে থাকার আভাস ঠিকই মিলেছে ওয়াইন্দু হাসারাঙ্গা, কুসল মেন্ডিস, নিরোশান ডিকভেলাদের। ঝড়ো ব্যাটিংয়ে ইতিবাচক অ্যাপ্রোচেরও জানান দিয়েছেন তারা।
শুক্রবার বিকেএসপির পাটা উইকেটে লঙ্কান ব্যাটসম্যানরা করেছেন রান উৎসব। ৪০ ওভারে ৫ উইকেটে ২৮৪ রান করেছিল কুসল মেন্ডিসের ‘বি’ দল। কুসল পেরেরার ‘এ’ দল ৩৭.২ ওভারে ২৮২ রান তুলে অলআউট হয়ে যায়।
এই ম্যাচে রান পেয়েছেন বেশ কয়েকজন। আগে ব্যাট করা ‘বি’ দলের হয়ে মাত্র ৬৩ বলে ৭ চার, ৪ ছক্কায় ৮৮ রান করেন কিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।
৬ চার, ৩ ছক্কায় মেন্ডিস করেন ৪৯ বলে ৬৩। এমনকি লোয়ার অর্ডারে নেমে কার্যকর ব্যাটিং ঝলক দেখান চায়নাম্যান স্পিনার লাকসান সান্দাকান। ২৩ বলে ২৭ এসেছে তার ব্যাটে।
‘এ’ দলের হয়ে অধিনায়ক পেরেরা থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে ২৮ রান করে শেষ হয় তার ইনিংস।
মূল ম্যাচে আটে খেলা অলরাউন্ডার হাসারাঙ্গা ‘এ’ দলের হয়ে নেমেছিলেন তিনে। রীতিমতো তাণ্ডব বইয়ে দিয়েছেন তিনি। মাত্র ২৯ বলে ৯ চার, ৫ ছক্কায় করেছেন ৭৯ রান।
রান পেয়েছেন অ্যাশেন বান্দারা। ৭৯ বলে ৮০ করেছেন তিনি। পেসার ইশুরু উদানা ৪৯ বলে ৪৭ করেছেন।
রোববার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য এই ম্যাচই ছিল শ্রীলঙ্কার সেরা সুযোগ।
সংক্ষিপ্ত স্কোর:
টিম ‘বি’: ৪০ ওভারে: ২৮৪/৫ (ডিকভেলা ৮৮, নিসানকা ২, কুসল মেন্ডিস ৬৯, ধনাঞ্জয়া ২৫, রমেশ মেন্ডিস ২, করুনারত্নে ৩৫, বিনুরা ফার্নান্দো ২১*, সান্দাক্যান ২৭*; উদানা ১/৪০, আসিথা ফার্নান্দো ১/২৭, শিরান ফার্নান্দো ০/৫৩, হাসারাঙ্গা ০/৪৩, ধনাঞ্জয়া ০/৩২, শানাকা ০/৩১, গুনাথিলাকা ১/২৬, বান্দারা ০/২৬)।
টিম ‘এ’: ৩৭.২ ওভারে: ২৮২ (গুনাথিলাকা ১৭, কুসল পেরেরা ২৮, হাসারাঙ্গা ৭৯, শানাকা ১, বান্দারা ৮০*, উদানা ৪৭, ধনাঞ্জয় ৫, শিরান ফার্নান্দো ২, আসিথা ফার্নান্দো ০; চামিরা ১/৪৫, বিনুরা ফার্নান্দো ১/৪৩, করুনারত্নে ৩/৪০, সান্দাক্যান ১/৫৯, রমেশ মেন্ডিস ১/৫৭, ধনাঞ্জয়া ০/৩৬)।
Comments