বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ করোনা টিকা উপহার দেবে চীন

ছবি: সংগৃহীত

চীন বাংলাদেশকে দ্বিতীয় ব্যাচে আরও ছয় লাখ ডোজ করোনা টিকা উপহার দেবে বলে ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন টেলিফোনে কথা বলার সময় চীনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

গত সপ্তাহে চীন বাংলাদেশকে প্রথম ব্যাচে পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়।

এক বিবৃতিতে ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে করোনা মহামারির সর্বশেষ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে চীন।

দূতাবাস জানায়, 'মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের এক জটিল সময় চলছে।  চীন বন্ধুপ্রতীম বাংলাদেশে টিকার জরুরি প্রয়োজন ও টিকা সরবরাহের ঘাটতির বিষয়ে উদ্বিগ্ন।'

'চীনের উপহারের ভ্যাকসিনের দ্বিতীয় ব্যাচ অবশ্যই বাংলাদেশ সরকার ও জনগণকে মহামারির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে সহায়তা করবে,' এতে বলা হয়।

দূতাবাস জানায়, ভবিষ্যতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে মহামারির বিরুদ্ধে লড়াই করতে, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে এবং দুই দেশের জনগণের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন রাজি।

ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি বন্ধ করায় বাংলাদেশ যখন করোনা টিকার সংকটে পড়ে বিভিন্ন উৎসের খোঁজে আছে, তখন চীন থেকে উপহার হিসেবে এই টিকা আসছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago