লামায় বাসভবন থেকে মা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার চাম্পাতলি এলাকার একটি বাসভবন থেকে মা ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- মাজেদা বেগম (৪০), তার মেয়ে দুই রাফি (১৩) এবং প্রায় এক বছর বয়সী নূরী।
আজ শুক্রবার রাতে এই তিন জনের মরদেহ উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম।
তিনি বলেন, খবর পাওয়ার পর আমরা রাত ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করি।
মো. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘মাজেদা ও তার মেয়ের গলায় ফাঁস লাগানো ছিল এবং আরেক শিশু কন্যা নূরীর মাথায় আঘাতের চিহ্ন ছিল।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের সন্দেহ তাদের হত্যা করা হয়েছে। কক্সবাজার থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি অপরাধ তদন্ত দল এ ঘটনার কিছু নমুনা সংগ্রহ করতে আসবে।’
মাজেদা কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Comments