লালমনিরহাটে পাটখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মহেন্দ্রনগরের বুধার বাঁশেরতল এলাকায় একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের পাশে জামা-কাপড় ভর্তি একটি ব্যাগ পাওয়া গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, নিহত যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
Comments