মেহেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আল আমিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে আল আমিন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। গত বছরের ১৩ মে মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
মামলায় স্থানীয় পত্রিকা ‘মেহেরপুর প্রতিদিন’ এর প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও আল আমিনকে আসামি করা হয়। মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১১ মে মেহেরপুর প্রতিদিন পত্রিকায় গাংনীর সাবেক এমপি মকবুলের বিরুদ্ধে একটি বাড়ি ২৬ বছর দখল করে রাখার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের জের ধরেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন
মেহেরপুরে প্রকাশক-সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
Comments