নারায়ণগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। আজ শনিবার দুপুরে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকালে উপজেলার নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।’
নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লার গোপালপুর এলাকার জানু মোল্লার ছেলে মো. হুমায়ুন (৪০) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন (৩৫)।
মনিরুজ্জামান আরও বলেন, ‘সকালে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে স্বজনরা কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিলেন। নয়াবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হুমায়ুন ও ফারুক নামে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাক ও অ্যাম্বুলেন্স থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে।’
Comments