নারায়ণগঞ্জে আগুন নেভাতে গিয়ে ৫ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি কারখানায় জ্বালানি গ্যাসের রাইজারের আগুন নেভাতে গিয়ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোর ৩টায় নয়াবাড়ি এলাকার ‘নিকি ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নিট লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— বশির (২৫), মেহেদী (২৫), আলম (২৫), নাসির (২০) ও হেভেন চাকমা (২৩)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ১০ থেকে ১৫ ভাগ পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (জোন-২) মো. তানহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তারা যাওয়ার আগেই আগুন নেভাতে গিয়ে পাঁচ শ্রমিক দগ্ধ হন।
দগ্ধদের প্রথমে স্থানীয় আল বারাকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। তাদের অবস্থা আশঙ্কা নয় বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে। তবে, কারখানার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
Comments